বিনোদন

বাবা নাস্তিক, মা আধ্যাত্মিক, ধর্মীয় বিশ্বাস নিয়ে মুখ খুললেন শ্রুতি

ভারতীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। তার আরেক পরিচয় তিনি বরেণ্য অভিনেতা কমল হাসানের কন্যা। ধর্মীয় বিষয়ে তার বাবা-মায়ের আলাদা আলাদা বিশ্বাস। ধর্মীয় বিশ্বাস-অবিশ্বাস নিয়ে মুখ খুলেছেন শ্রুতি হাসান।

পিঙ্কভিলার সঙ্গে আলাপকালে শ্রুতি হাসানের কাছে জানতে চাওয়া হয়, জীবনে তাকে কে শক্তি যোগায়? জবাবে শ্রুতি হাসান বলেন, ‘আমি ঐশ্বরে বিশ্বাস করি।”

বিষয়টি ব্যাখ্যা করে শ্রুতি হাসান বলেন, “আমার বাড়িতে নাস্তিকের সংখ্যা বেশি। আমার মা আধ্যাত্মিক কিন্তু বাবা কখনো না। সুতরাং আমি যখন বেড়ে উঠেছি, তখন ঐশ্বরের বিষয়ে ধারণা পাইনি। আমি এটি নিজে থেকেই আবিষ্কার করেছি। ঈশ্বরের শক্তিতে আমি ভীষণভাবে বিশ্বাস করি। ঈশ্বরের সেই শক্তি আমাকে আমার জীবনের অনেক কিছুর মধ্য দিয়ে নিয়ে গিয়েছে।”

শ্রুতির বাবা-মা, কমল হাসান-সারিকা। স্বাধীনচেতা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য তারা পরিচিত। কিন্তু মজার বিষয় হচ্ছে, তাদের কন্যা ভিন্ন পথ বেছে নিয়েছে; যার শিকড় আধ্যাত্মিকতায় নিহিত।

শ্রুতির বাবা নাস্তিক, মা স্পিরিচুয়াল। শ্রুতি তার বাবা-মায়ের কাছে জানতে চেয়েছিলেন— কীভাবে ঐশ্বরকে খুঁজে পাবেন। কিন্তু বাবা-মায়ের কাছ থেকে হেঁয়ালিপনা উত্তর পেয়েছিলেন। শ্রুতির প্রশ্নের জবাবে তারা বলেছিলেন— “চুপিচুপি।”

তারপর কৌতুহল থেকে গোপনে প্রথমে গির্জায় যাতায়াত শুরু করেন শ্রুতি হাসান। সেই ঘটনা বর্ণনা করে এ অভিনেত্রী বলেন, “আমাদের কলোনিতে একটি লেন ছিল, যেখানে আমি বাইসাইকেল চালাতাম। আমি মূল গেটের কাছে সাইকেল চালাতে অস্বীকৃতি জানিয়েছিলাম। এর পেছনে কিছু কারণ ছিল। যেমন: প্রতিদিন সকালে একই সময়ে গির্জা এবং মন্দির থেকে ঘণ্টাধ্বনি শুনতে পেতাম। আমি ভাবতাম, কোনটাতে আগে যাব! আমার বাড়ি থেকে মন্দির কিছুটা দূরে ছিল। এজন্য সপ্তাহে একবার গির্জায় যেতাম। ৫-৬ মাস যাতায়াত করেছি। কিন্তু আমার বাড়ির কেউ বিষয়টি জানতে পারেনি।”    

প্রথমবার মন্দিরে যাওয়ার ঘটনা বর্ণনা করে শ্রুতি হাসান বলেন, “দাদার সঙ্গে প্রথমবার মন্দিরে যাই। চেন্নাইয়ের একটি মন্দিরে দাদাই আমাকে নিয়ে গিয়েছিলেন। পাশাপাশি দাদা বলেছিলেন, ‘তোমাকে যে মন্দিরে নিয়ে এসেছি, এ কথা তুমি তোমার বাবাকে বলবে না।’ এর কিছুদিন পরই আমার দাদা মারা যান। আমার দাদা ও মন্দিরের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে; যা অনেকটা স্পিরিচুয়াল সম্পর্কের মতো।”

বর্তমানে শ্রুতির হাতে ‘সালার টু’, ‘কুলি’ সিনেমার কাজ রয়েছে। ‘সালার টু’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল।