গাড়ি থেকে নামছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার গায়ে কালো রঙের হুডি। গাড়ি থেকে নামার পরই হুডি দিয়ে মাথা ঢেকে নেন, হুডির সাইজ বড় হওয়ায় তার মুখ পুরোপুরি ঢাকা পড়ে যায়। এরপর সোজা হাঁটতে থাকেন ‘পাঠান’ তারকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, নতুন বছরকে স্বাগত জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে জামনগরে গিয়েছিলেন শাহরুখ খান। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে জামনগর থেকে মুম্বাই ফিরেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে ও স্ত্রী গৌরি। তবে জামনগর এয়ারপোর্টে হুডি দিয়ে নিজের চেহারা ঢেকে নেন বলিউড বাদশা। বরাবরের মতো পাশে ছিলেন তার ম্যানেজার পূজা। তবে মুম্বাই এয়ারপোর্টে নামার পর ছাতা দিয়ে শাহরুখের চেহারা লুকান তার নিরাপত্তারক্ষীরা।
শাহরুখ খানের মুখ লুকানোর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। তাদেরও প্রশ্ন— ‘বাদশা কেন মুখ লুকালেন?” কেউ কেউ বলছেন, “আরিয়ান খান মাদক মামলায় জড়ানোর পর এমন করেছিলেন।” অনেকে শাহরুখের আচরণে ‘রহস্য’ খুঁজছেন। নেটিজেনদের অনেকে বলছেন, “পাপারাজ্জিদের ওপরে বিরক্ত হয়ে এমনটা করেছেন শাহরুখ।” তবে নানাজনে নানা মত প্রকাশ করলেও মুখ লুকানোর সঠিক কারণ জানা যায়নি।
দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে ২০২৩ সালের শুরুতে প্রেক্ষাগৃহে ফেরেন শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করে ভক্তদের। একই বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পায় তার অভিনীত ‘জওয়ান’। এই সিনেমাও বক্স অফিসে ঝড়ে তুলেছিল।