বিনোদন

পঁচিশে ফুটতে পারে তাদের বিয়ের ফুল

ভালো-মন্দ মিলিয়ে দুই হাজার চব্বিশ পার করেছেন বলিউড তারকারা। গত বছর এ অঙ্গনের অনেক তারকাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বলিউডের বেশ কটি তারকা জুটি নতুন বছরে বিয়ে করার পরিকল্পনা করেছেন। পঁচিশে ফুটতে পারে বিয়ের ফুল— এমন কজন তারকাকে নিয়ে এই প্রতিবেদন।

জাহ্নবী-শিখর প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। গত বছর এক নেটিজেনের প্রশ্নের জবাবে জাহ্নবী বলেছিলেন, “তিরুপাতি মন্দিরে সোনালি রঙের শাড়ি পরে বিয়ে করতে চাই।” এরপরই খবর চাউর হয়— মন্দিরে গিয়ে শিখর পাহাড়িয়াকে বিয়ে করবেন জাহ্নবী। যদিও এ খবর ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। সম্প্রতি গুঞ্জন উড়ছে, নতুন বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়বেন জাহ্নবী-শিখর। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই জুটি।

তামান্না-বিজয় ২০২৩ সালে ‘বাহুবলি’খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর খলনায়ক বিজয় ভার্মার চুম্বনের ভিডিও ফাঁস হওয়ার পর হইচই পড়ে যায়। পরবর্তীতে প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করেন এই প্রেমিক যুগল। প্রেমকে পরিণয়ে রূপ দিতে জোর কদমে হাঁটছেন তারা। চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছেন আলোচিত এই জুটি। ১২৩তেলেগু ডটকমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করেছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা। কারণ বিয়ের পর নতুন বাড়িতে উঠার পরিকল্পনা করেছেন এই যুগল।

হৃতিক রোশান-সাবা বলিউড অভিনেতা হৃতিক রোশান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর থেকে সম্পর্ক নিয়ে তাদের আর কোনো লুকোচুরি করতে দেখা যায়নি। গত বছর গুঞ্জন চাউর হয়, ভেঙে গেছে এ জুটির প্রেম। তবে সব গুঞ্জন উড়িয়ে দেন এই যুগল। নতুন বছরকে স্বাগত জানাতে দুবাইয়ে উড়ে গেছেন তারা। সংযুক্ত আরব আমিরাতে দারুণ সময় উপভোগ করছেন হৃতিক-সাবা। সম্প্রতি জানা যায়, চলতি বছরে বিয়ে করবেন তারা।

কৃতি স্যানন-কবীর ভাই ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, বয়সে ছোট যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী ‘কবির ভাইয়ের’ সঙ্গে প্রেম করছেন কৃতি। তারা একসঙ্গে বিদেশেও ছুটি কাটিয়েছেন। শুধু তাই নয়, সুযোগ পেলেই তারা পরস্পরের পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান। জানা গেছে, চলতি বছরের শেষের দিকে প্রেমকে পরিণয়ে রূপ দেবেন এই জুটি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।

শ্রদ্ধা কাপুর-রাহুল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমা। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পায় এটি। এতে তার বিপরীতে অভিনয় করেন রণবীর কাপুর। এ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন রাহুল মোদি। সিনেমাটির কাজ করতে গিয়ে রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেমের সূত্রপাত। গত বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। তারপর এ নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। গত বছর তাদের প্রেম ভাঙার গুঞ্জনও উঠেছিল। কিন্তু সেসব মিথ্যা প্রমাণ করে একসঙ্গে ঘুরতে দেখা গেছে শ্রদ্ধা-রাহুলকে। জানা যায়, চলতি বছরে সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি।