বিনোদন

অঞ্জনার ভক্তদের উদ্দেশ্যে যা বললেন অপু বিশ্বাস

প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। তার সময়ের প্রথম সারির নায়ক রাজ্জাক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, জসিম- এর সঙ্গে জুটি বেঁধেছিলেন এই নায়িকা। কাজ করেছিলেন লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সৌন্দর্য, অভিনয় আর নাচের তালে জয় করে নিয়েছিলেন অসংখ্য মানুষের হৃদয়। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এশিয়া মহাদেশীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন অঞ্জনা। তার মৃত্যুতে শোকের হাওয়া বইছে ঢালিউডে। 

ঢালিউড কুইন অপু বিশ্বাস অঞ্জনা রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এবং অঞ্জনার ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘‘অঞ্জনা আপা যেখানেই থাকুক ভালো থাকুক। উনি আমাদের কিংবদন্তি। উনি আমাদের চলচ্চিত্রের মানুষ, আমাদের একজন গার্জিয়ান উনি। তাকে আমরা হারিয়েছি।  এর থেকে বেদনার কিছু থাকে না।  উনি যেহেতু আমাদের মাঝে আর নেই, আমি এইটুকুই বলবো – উনার যারা ভক্ত দর্শক আছেন, উনাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই তার জন্য দোয়া করবেন। ঈশ্বর যেন উনাকে স্বর্গবাসী করেন। আরেকটা কথা বলবো, উনার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।’’

অঞ্জনা রহমান তার ক্যারিয়ারে ভারতের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাথে ‘অর্জুন’ সিনেমাতে অভিনয় করে দেশের বাইরেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছিলেন। যৌথ প্রযোজনার একাধিক সিনেমাতে দেখা গেছে তাকে।