বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) রাত সোয়া ৯টায় মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির শাস্ত্রী নগরে অবস্থিত বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন মারা গেছেন।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, উদিত নারায়ণ স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে বসবাস করেন। গতকাল রাত ৯টা ১৫ মিনিটে এ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত ১১টা ২০ মিনিটে তারা শনাক্ত করে ভবনের লেভেল ১১-তে মূলত আগুন লেগেছে। রাত ১টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় রাহুল মিশ্রা নামে ৭৫ বছরের এক ব্যক্তি মারা গেছেন। তিনি লেভেলে ১১-তে বসবাস করতেন। ঘটনার সময়ে তার ফ্ল্যাটে ছিলেন ৩৮ বছরের রওনক মিশ্রা। তাকে গুরুতর আহত অবস্থায় কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, স্কাইপ্যান অ্যাপার্টমেন্টের লেভেল ১১-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের লেভেল নাইনে বসবাস করেন গায়ক উদিত নারায়ণ। এ গায়ক সুস্থ ও নিরাপদে আছেন। তবে এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন এই শিল্পী।