কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। ‘কথা দিলাম’, ‘ইচ্ছে নদী’, ‘গাঁটছড়া’, ‘ফাগুন বউ’, ‘সাত ভাই চম্পা’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। বড়পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। বিশেষ করে ‘মন্টু পাইলট’-এ অভিনয় করে দারুণ সাড়া ফেলেন তিনি।
অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, শোলাঙ্কি তার সহশিল্পী সোহম মজুমদারের সঙ্গে প্রেম করছেন। যদিও সামান্থা অভিনীত ‘সিটাডেল হানিবানি’ সিরিজে অভিনয়ের পর বলিউড নিয়েই অধিক ব্যস্ত তিনি। এরই মাঝে শোলাঙ্কির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সোহম।
শোলাঙ্কি রায়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সোহম মজুমদার ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “সৌরভ চক্রবর্তীর ‘সাড়ে ৩৭’ ওয়েব শোয়ে জুটি বেঁধেছি আমরা। এখনো মুক্তি পায়নি। শোলাঙ্কি আমরা খুবই ভালো বন্ধু। কিন্তু ব্যস্ততার কারণে যোগাযোগ কমে গিয়েছে। মধুমিতার সঙ্গেও আমার নাম জড়ানো হয়েছিল। মধুমিতার যেহেতু প্রেমিক রয়েছে তাই সেই গুঞ্জন চাপা পড়ে গিয়েছে। আশা করি, শোলাঙ্কিরও যখন কোনো প্রেমিক আসবে আমাকে নিয়ে এই টানাটানি বন্ধ হবে।”
পাশাপাশি বসে আপনারা সিনেমা দেখেছিলেন। তা নিয়েও আলোচনা হয়েছিল। এ তথ্য স্মরণ করানোর পর সোহম বলেন, “বন্ধুত্ব নিয়ে আমি তো অস্বীকার করছি না। আমরা ভালো বন্ধু। কিন্তু প্রেমের সম্পর্ক নেই। ওর আগে পরিবার ছিল, অনেক কিছু সামলাতে হয়েছে ওকে। আমি পুরুষ হয়েই এই কথা বলছি, পুরুষদের পক্ষে এগুলো সামলানো সহজ। মেয়েদের পক্ষে এই বিষয়গুলো খুব কঠিন হয়ে দাঁড়ায়।”
ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে নারাজ সোহম। তার ভাষায়, “বাবা একটা কথা বলতেন, ‘নিজেকে এতটাও প্রকাশ্যে নিয়ে এসো না, যাতে মানুষ তোমার সুযোগ নিতে পারেন।’ ‘সিটাডেল’ করার সময়, কারা যেন লিখেছিল, ‘অমুকের প্রেমিক কাজ করছেন ‘সিটাডেল’-এ। আমার কাজটাই তো আমার পরিচয় হওয়া উচিত। আমি অনুমানসাপেক্ষে কার প্রেমিক সেটা আমার ব্যক্তিগত পরিচয় হতে পারে না। আর প্রেম তখনই প্রকাশ্যে আসবে, যখন তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেব।”