বিনোদন

ভ্রু নাচিয়ে হৃদয় হরণকারী প্রিয়া এখন কী করছেন?

পাঁচ বছর আগে অষ্টাদশী প্রিয়া প্রকাশ ভারিয়ার ভ্রু নাচানোর দৃশ্যে বুঁদ হয়েছিলেন সবাই। প্রায় অর্ধ যুগ ধরে তেমন আলোচনায় নেই মালায়ালাম সিনেমার এই অভিনেত্রী। যদিও এই সময়ের মাঝে তার অভিনীত ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে এসব সিনেমা দিয়ে দর্শক হৃদয়ে তেমন কোনো দাগ কাটতে পারেননি।

পঁচিশের শুরুতে প্রেক্ষাগৃহে আসছেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। ‘বিষ্ণু প্রিয়া’ সিনেমা দিয়ে নতুন বছর শুরু করবেন এই অভিনেত্রী। একই সঙ্গে সিনেমাটির মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ঘটবে।

প্রিয়া প্রকাশ ভারিয়ার সিনেমা এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বিষ্ণু প্রিয়া’ সিনেমা পরিচালনা করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ভি. কে. প্রকাশ। আগামী ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। প্রেম ও পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

বর্তমানে বেশ কটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়া। তামিলের পাশাপাশি বলিউডের দুটো সিনেমার কাজও তার হাতে রয়েছে। এগুলো হলো— ‘থ্রি মাঙ্কিস’, ‘লাভ হ্যাকার্স’।

ভারতের মালায়ালাম সিনেমার আলোচিত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। তার অভিনীত প্রথম সিনেমা ‘ওরু আদার লাভ’। ২০১৯ সালে ইউটিউবে মুক্তি পায় সিনেমাটির ‘মানিক্য মালরায়া পুভি’ শিরোনামের গান। এতে প্রিয়ার ভ্রু নাচানোর দৃশ্যটি সবার হৃদয় হরণ করেছিল।

প্রিয়া প্রকাশ ভারিয়ার

কাজল নয়না এ অভিনেত্রীর চোখের ইশারা আর হাসির জাদুতে মুগ্ধ হয়েছিলেন নয় থেকে নব্বই বছরের অসংখ্য দর্শক। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ সবখানেই অল্প সময়ের মধ্যে ভাইরাল হন এই অভিনেত্রী।