সবকিছু পারফেক্ট বা নিখুঁতভাবে করার কারণে আমির খানকে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয়ে থাকে। কিন্তু সেই আমির খানের জীবনও উচ্ছৃঙ্খল ছিল। রাতভর মদ্যপান করতেন। তবে এই বদভ্যাস ত্যাগ করেছেন বলে আমির নিজেই জানিয়েছেন।
আমির খান মদ্যপান ছেড়ে দিলেও এখনো ধূমপান করেন। কিন্তু এখন ধূমপানও ছেড়ে দেওয়ার ‘মানত’ বা ‘প্রতিজ্ঞা’ করেছেন। তবে তা শর্তসাপেক্ষ অর্থাৎ ছেলের জন্য এই ‘মানত’ করেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত এই অভিনেতা।
পিঙ্কভিলা জানিয়েছে, ছেলে জুনায়েদের জন্য মানত করেছেন আমির খান। আমিরপুত্র অভিনীত দ্বিতীয় সিনেমা ‘লাভইয়াপা’। কিছুদিন পরই মুক্তি পাবে এটি। মুক্তির পর সিনেমাটি যদি বক্স অফিসে ভালো সাড়া ফেলে, তবে সম্পূর্ণভাবে ধূমপান ছেড়ে দেবেন আমির।
ছেলের সিনেমা দেখেছেন আমির খান। সিনেমাটির প্রশংসা করে আমির খান ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “সিনেমাটি আমার পছন্দ হয়েছে। এটি খুবই বিনোদনমূলক। আজকাল মোবাইলফোনের কারণে আমাদের জীবন বদলে গেছে। প্রযুক্তির কারণে আমাদের জীবনে নানা ধরনের মজার ঘটনা ঘটছে; যা সিনেমাটিতে দেখানো হয়েছে। সিনেমাটির প্রত্যেক শিল্পী দারুণ পারফর্ম করেছেন।”
‘লাভইয়াপা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুরের। এ তারকা সন্তানের অভিনয়ের প্রশংসা করে আমির খান বলেন, “সিনেমাটিতে আমি যখন খুশির অভিনয় দেখছিলাম, মনে হয়েছে আমি শ্রীদেবীকেই দেখছি।”
‘লাভইয়াপা’ সিনেমা পরিচালনা করেছেন ‘লাল সিং চাড্ডা’খ্যাত নির্মাতা অদ্বৈত চন্দন। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনায়েদ ও ইরা খান। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।
বাবার পথ অনুসরণ করে অভিনয়ে পা রেখেছেন জুনায়েদ খান। প্রায় আট বছর আগে তার মঞ্চনাটকে অভিষেক হয়। ‘মহারাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। এবার প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে আসছেন আমিরপুত্র।