মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কবলে পড়েছেন লাখো মানুষ। সাধারণ নাগরিকের পাশাপাশি দেশটির তারকাদের ঘরবাড়িও পুড়ে গেছে। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও স্বামী-সন্তান নিয়ে একই শহরে বসবাস করেন। এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
এ পরিস্থিতিতে প্রিয়াঙ্কা তার অবস্থান জানান দিয়েছেন। গতকাল রাতে এ অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে দাবানলের একাধিক ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। একটি ভিডিও পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন— “ক্ষতিগ্রস্ত সকলকে নিয়ে চিন্তিত। আশা করছি, আজ রাতেও আমরা সবাই নিরাপদে থাকতে পারব।”
ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সম্মুখে থেকে যারা কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। আরেকটি ভিডিও পোস্ট করে এ অভিনেত্রী লেখেন, “অবিশ্বাস্য সাহস নিয়ে যারা সম্মুখে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা প্রশংসার দাবিদার। রাতভর অক্লান্ত পরিশ্রম এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার জন্য আপনাদের ধন্যবাদ।”
২০১৮ সালের ১ ডিসেম্বর রাজকীয় আয়োজনে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। ২০২২ সালের ২১ জানুয়ারি প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছে তিনি। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন প্রিয়াঙ্কা।