বিনোদন

‘চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে’

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের পরবর্তী সিনেমা ‘জংলি’। দীর্ঘদিন ধরে মুক্তির প্রহর গুনছে সিনেমাটি। এবার আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতারা। আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে স্পেশাল অ্যানাউন্সমেন্ট পোস্টারের ক্যাপশনে নায়ক সিয়াম আহমেদ লিখেন, “চুপ ছিলাম দেখে ভাবিস না ‘জংলি’ তোদের ভুলে গেছে। ‘জংলি’ আসছে হুংকার নিয়ে।”

বেলা তিনটা বাজতেই একযোগে ‘জংলি’ সিনেমার সব তারকা ও কলাকুশলীদের ফেসবুক ওয়ালে প্রকাশ পায় সিনেমাটির মোশন পোস্টার, সঙ্গে ছিল মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। পোস্টারের ক্যাপশনে লেখা, “জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/ শিকারি হইব শিকার, বইবে নদীর রক্তজল/ মহামারি যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/ দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া’ ‘জংলি’ আসছে এই ঈদুল ফিতরে।”

আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আগামী ঈদুল ফিতরে মুক্তিপ্রতীক্ষিত সিনেমার তালিকায় যুক্ত হলো ‘জংলি’। পোস্টার প্রকাশের পর বাহবা পাচ্ছেন সিয়াম। তার নতুন লুক দেখেও প্রশংসা করছেন নেটিজেনরা।

এসব দেখার পর সিয়াম বললেন, “জংলি সিনেমা আমাদের পুরো টিমের অনেক দিনের কষ্টের ফসল। সবাই অনেক আন্তরিকতা দিয়ে কাজটা করেছি। একটা গল্প এখানে বলা হয়েছে, যা দেখে প্রতিটি দর্শক হল থেকে আত্মতৃপ্তি নিয়ে বের হবে। এর আগের ঈদে ঘোষণা দিয়েও নানা কারণে আসতে পারিনি। ফলে হাতে সময় পাওয়ায় দারুণ কিছু ঘটানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সেটা আমরা পেরেছি। বাকিটা ঈদে প্রেক্ষাগৃহে এসে দেখার পর দর্শকরা বলবেন।”

‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার শুটিং গত বছর শুরু হয়। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।