প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ‘ময়না’। আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ।
সিনেমাটিতে ময়না চরিত্রে অভিনয় করছেন রাজ রিপা। আগামী ভালোবাসা দিবসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করলেন নির্মাতারা।
প্রকাশিত পোস্টারে রিপাকে বেশ গ্ল্যামারাস ও আবেদনময়ী লুকে দেখা যায়। পোস্টারে তার সঙ্গে আছেন অভিনেতা আমান রেজা।
রাজ রিপা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আরেফিন জিলানী। চিত্রনায়ক শিশির সরদার, চিত্রনায়িকা অ্যানজেলা জলি ও কণ্ঠশিল্পী আপন বিশেষ চরিত্রে দেখা যাবে।
তা ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, সুব্রত, সূচনা সিকদার, সুমাইয়া জামান, খলিলুর রহমান কাদরী, সীমান্ত, আনোয়ার, জারা জান্নাতুন, সোহেল, মন্টু, সাব্বির, তাহমিনা মোনা এবং শিশুশিল্পী জান্নাতুল ভোর প্রমুখ।