বিনোদন

‘অশ্লীল নাচ’ নিয়ে নীরবতা ভাঙলেন উর্বশী

তেলেগু ভাষার নতুন সিনেমা ‘ডাকু মহারাজ’। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে ৩৪ বছরের ছোট উর্বশীর সঙ্গে নেচেছেন নান্দামুরি বালাকৃষ্ণা। সিনেমা মুক্তির আগেই গানটির অংশবিশেষ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন উর্বশী। তারপরই শুরু হয় কড়া সমালোচনা। রীতিমতো বিতর্কে জড়ান নান্দামুরি-উর্বশী। নেটিজেনরা উর্বশী-নান্দামুরির নাচকে ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন। এ নিয়ে এখনো সমালোচনা বন্ধ হয়নি। এতদিন নীরব থাকলেও আড়াল ভেঙে সরব হয়েছেন উর্বশী রাউতেলা।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে উর্বশী রাউতেলা বলেন, “সাফল্য পুঙ্খানুপুঙ্খভাবে বিচারের আহ্বান জানায়। আমি এটা বুঝতে পারছি, আলোচনা ও মতামত এই জার্নির অংশ। শুধু নান্দামুরি গুরুর সঙ্গে নাচের বিষয় নয়, যেকোনো পরিবেশনার বিষয়ে আসা বিচিত্র দৃষ্টিভঙ্গিকে আমি সম্মান করি। তার (নান্দামুরি) মতো বরেণ্য ব্যক্তির সঙ্গে কাজ করা নিঃসন্দেহে সম্মানের।”

এটিকে শিল্পের প্রতি ‘সম্মান’ বলে মন্তব্য করেন উর্বশী রাউতেলা। তার ভাষায়, “নান্দামুরি স্যারের সঙ্গে এটি কেবল পারফরম্যান্স নয়, এটি ছিল শিল্পের উদযাপন, কঠোর পরিশ্রম এবং শিল্পের প্রতি সম্মান। তার সঙ্গে কাজ করা স্বপ্নপূরণের মতো ছিল। প্রতিটি ধাপ, প্রতিটি অঙ্গভঙ্গির উদ্দেশ্য ছিল একসঙ্গে চমৎকার কিছু তৈরি করা।”

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ডাকু মহারাজ’ সিনেমা পরিচালনা করেছেন ববি কোলি। উর্বশী-নান্দামুরি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— ববি দেওল, প্রজ্ঞা জয়সওয়াল, রবি কৃষাণ, ঋষি, রাও রমেশ প্রমুখ।

২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। বর্তমানে তেলেগু ও হিন্দি ভাষার তিনটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।