বিনোদন

ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফ আলী খান, নিরাপদে আছেন কারিনা

মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটেই হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার দিবাগত রাতে এক দুষ্কৃতকারী অভিনেতার ফ্ল্যাটে ঢুকে ছুরি দিয়ে কুপিয়েছে। তাতে গুরুতর জখম হন সাইফ। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, গভীর রাতে বান্দ্রার বাড়িতে ছুরি দিয়ে হামলার পর অভিনেতা সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খান ওই সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘‘দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ সাইফ আলী খানকে লীলাবতীতে নিয়ে আসা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত সাইফের মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’’

প্রাথমিক তদন্তের পরে মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, বান্দ্রায় এক বহুতল আবাসনের ১১ তলার ফ্ল্যাটে থাকেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতকারী কোনভাবে সেই ফ্ল্যাটে ঢুকে পড়ে। তার পরিচারিকার সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করে। ঝগড়া শুনতে পেয়ে সাইফ ঘর থেকে বেরিয়ে আসেন। সাইফ তাকে থামানোর চেষ্টা করেন। হঠাৎ ধারালো ছুরি বের করে সে সাইফের উপর হামলা চালায়। অভিনেতা তাকে ধরার চেষ্টা করতেই সে তাকে ছুরি দিয়ে কোপ মারে। 

ঘটনাস্থলে গিয়েছিলেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার গোয়েন্দারা। অভিযুক্তের খোঁজ চলছে।  অজ্ঞাতপরিচয়ের ওই দুষ্কৃতকারী অত রাতে সাইফের ফ্ল্যাটে কীভাবে ঢুকে পড়ল, চুরি করতে না অন্য কোনও কারণে সে ঢুকেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, যে বহুতল আবাসনে সাইফ থাকেন, তার প্রধান গেট ও অন্যান্য জায়গার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আবাসনের নিরাপত্তা রক্ষীদেরও। সাইফের ফ্ল্যাটের পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে পরিচারিকার সঙ্গে ওই দুষ্কৃতকারী ঝগড়ায় জড়াল তা জানতে চেষ্টা করছে পুলিশ।

এদিকে কারিনা কাপুর, কারিশমা কাপুর, সোনম কাপুর আর প্রযোজক রিয়া কাপুর ওই রাতে একটি পার্টিতে ছিলেন বলে জানা গেছে।