জুলাই আন্দোলন নিয়ে পরিচালক আশরাফুর রহমান নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য রিমান্ড’। নির্মাণ কাজ শেষে চলচ্চিত্রটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করে। কিন্তু অজ্ঞাত কারণে এখনো সনদপত্র পায়নি বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক বেলায়েত হোসেন। তবে খুব শিগগির ছাড়পত্র পাবেন বলে আশাবাদী এই প্রযোজক।
‘দ্য রিমান্ড’ সিনেমার অন্যতম চরিত্র রূপায়ন করেছেন পারভেজ আবির চৌধুরী। তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন ঘটেছে। এটা বাঙালিদের অনন্য অর্জন। এই অর্জনকে দালিলিক রূপ দিতে পরিচালক আশরাফুর রহমান ভাই সিনেমাটি নির্মাণ করেছেন। আমি এই সিনেমার একটা অংশ হতে পেরে গর্বিত।”
“১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ‘ওরা ১১ জন’ যেমন প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে, আগামী প্রজন্মের কাছেও ‘দ্য রিমান্ড’ জুলাই বিপ্লবের পর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে। প্রযোজক চান সিনেমাটি দ্রুত সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে।” বলেন আবির।
সম্প্রতি বাংলা একাডেমিতে ‘ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প-সাহিত্য সংস্কৃতি চর্চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রের অংশ বিশেষ প্রদর্শনের অনুমতি নেওয়া হয়। কিন্তু সিনেমাটি প্রদর্শনের পূর্ব মুহূর্তে আলোচনা অনুষ্ঠান বন্ধ করে দেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
আক্ষেপ করে অভিনেতা পারভেজ আবির চৌধুরী বলেন, “বাংলা একাডেমিতে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় অজানা কারণেই। অন্যদিকে, সেন্সর বোর্ডও সনদ দিচ্ছে না। আমরা দর্শকদের সিনেমাটি দেখাতে চাই।”
‘দ্য রিমান্ড’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াৎ, মারুফ আকিব প্রমুখ।