বিনোদন

আমার জীবনে প্রেমটেম ছিল না: শামীম হাসান সরকার

“আমার ভালোবাসা দিবস বলতে, বাবা-মা, বোন, বোন জামাই ও ভাগ্নে। এটা আমার পরিবার, এটাই আমার ভালোবাসা।”— রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এভাবেই কথাগুলো বলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা শামীম হাসান সরকার।

ব্যক্তিগত জীবন জনসম্মুখে আনতে চান না শামীম হাসান। এমনকি, ভক্তদেরও তা জানাতে নারাজ। ‘ফ্যামেলি ক্রাইসিস’খ্যাত তারকা শামীম হাসান পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়— “প্রেমের সম্পর্কে জড়ানোর খবর দিয়ে আলোচনায় আসতে চাই না।” 

বিষয়টি ব্যাখ্যা করে শামীম হাসান সরকার বলেন, “প্রেম-ভালোবাসার বিষয় নিয়ে কথা বলতে চাই না। এটা আমার পরিবার যেমন চায় না, তেমনি আমিও চাই না। আসলে প্রেম-ভালোবাসার ব্যাপারটা ব্যক্তিগত। সুতরাং এটাকে পাবলিকলি বলতে চাই না। আমি চাই না, এটা আমার ভক্তরাও জানুক। বিয়ে কীভাবে করব— এসব ব্যাপারগুলো এভাবে বললে সব নষ্ট হয়ে যায়।”

আলাপের এক পর্যায়ে ‘সম্পর্কের ভিত্তি’ কী জানতে চাইলে শামীম হাসান সরকার বলেন, “সত্যি বলতে আমি জানি না। তবে আমার ৩৬ বছরের জীবনে মনে হয়েছে, সম্পর্কের ভিত্তি সময়ের সঙ্গে ওঠানামা করে। সময়ের সাথে, আমাদের চিন্তা-ভাবনার পরিবর্তনের সাথে, ম্যাচিউরিটির পরিবর্তনের সাথে বৃদ্ধি পায়। মৃত্যুর পূর্ব পর্যন্ত একটি সম্পর্ক স্থির নয়। এটা পরিবর্তনশীল। সেটা সবার সঙ্গে সবার। আমার অন্তত এমনটাই মনে হয়।”

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন না, তা পরিষ্কার জানানোর পরও স্কুল-কলেজ জীবনে কারো প্রতি ভালো লাগা ছিল কিনা জানতে চাওয়া হয় শামীম হাসান সরকারের কাছে। জবাবে ‘মিস্টার বাংলাদেশ’ তারকা বলেন, “না, আমার এসব ছিল। কারণ আমি ক্যাডেট কলেজের ছেলে; বয়েস স্কুলে পড়াশোনা করেছি। আমার জীবনে প্রেমটেম ছিল না। আমার প্রেম ছিল মিউজিকের সঙ্গে। ক্লাস সিক্স থেকেই ড্রামার ছিলাম। আমার ভালোবাসা আমার মিউজিক ইনস্ট্রুমেন্ট।”  

বেশ কিছু গানে কণ্ঠ দিয়েও দর্শকদের ভালোবাসা পেয়েছেন শামীম হাসান সরকার। তা ছাড়া মিউজিক তার পুরোনো প্রেম। এরপরও মিউজিক নিয়ে কেন কাজ করছেন? এ প্রশ্নের উত্তরে শামীম হাসান সরকার বলেন, “নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে সেভাবে মিউজিক নিয়ে কাজের সুযোগ হয় না। আসলে, নাটকের কাজ নিয়ে অনেক ব্যস্ততা। যার ফলে গান করতে পারছি না, নিজের ভিডিও কনটেন্ট তৈরি করতে পারছি না। একজনকে দিয়ে ১৪টা কাজ হবে না। যেকোনো একটা কাজই করতে হবে। এখন মূল ফোকাস অভিনয়।”

টিভি নাটকে সরব শামীম হাসান সরকার। ইউটিউবেও নিয়মিত মুক্তি পাচ্ছে তার অভিনীত নাটক-টেলিফিল্ম। তবে বড় পর্দা নিয়ে কী ভাবছেন এই অভিনেতা? জবাবে শামীম হাসান সরকার বলেন, “না, এমন কোনো পরিকল্পনা আমার নেই। অভিনয় তো অভিনয়ই। ফিল্ম কিংবা নাটক— যে মাধ্যমই হোক না কেন। ওটিটিতে তো আলাদা কিছু করব না, অভিনয়ই করব। আমি তো একই ব্যক্তি, একই সংলাপ বলব। যদিও ফিল্মটা বড় পরিসরে শুটিং হয়। আমি নাটকেই হ্যাপি। ফিল্ম স্টার হওয়ার ইচ্ছা নাই।”