বিনোদন

আমিরের গোপন প্রেম কেউ কেন টের পায়নি?

আমিরের গোপন প্রেম কেউ কেন টের পায়নি?

বলিউড তারকারা বারান্দায় দাঁড়ালেও ক্যামেরাবন্দি হন। তাদের প্রতিটি পদক্ষেপ যেন নজরবন্দি থাকে। এতটা নজরদারির মধ্যেও গৌরির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন আমির খান। অথচ এ খবর ঘুনাক্ষরেও টের পায়নি কেউ। দীর্ঘ ১৮ মাস খবরটি কীভাবে গোপন রেখেছিলেন আমির খান?

এ প্রশ্নের উত্তর আমির খান নিজেই দিয়েছেন। ব্যাখ্যা করে এ অভিনেতা বলেন, “সে (গৌরি) বেঙ্গালুরুতে থাকে, কিছুদিন আগেও সেখানেই ছিল। সুতরাং তার সঙ্গে দেখা করতে উড়ে যেতাম। সেখানে গণমাধ্যমের নজরদারি কম। তাই আমরা নজরদারির বাইরেই ছিলাম।” 

মায়ানগরী থেকে দূরে গিয়ে প্রেম করার কারণে কেউ টের পাননি। আবার মুম্বাইয়েও আমিরের বাড়ির দিকে বিশেষ নজর দেয়নি গণমাধ্যমকর্মীরা। এ বিষয়ে আমির খান বলেন, “আমার বাড়ির প্রতি মনোযোগ একটু কম। আপনারা সবাই আমাকে মিস করেছেন।” 

একষট্টিতে পা রাখার পূর্ব মুহূর্তে নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেন আমির খান। গৌরি স্প্রাট বলিউডের কেউ নন। ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা; তার মা তামিল। কিন্তু বাবা আইরিশ। তার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা। যুক্তরাজ্যের লন্ডনে ফ্যাশন অ্যান্ড স্টাইলিং বিষয়ে পড়াশোনা করেছেন গৌরি।

হেয়ার ড্রেসিংয়ের কাজও করেন গৌরি। মুম্বাইয়ে একটি সেলুনও পরিচালনা করেন তিনি। এখন আমির খানের প্রোডাকশন হাউজে কাজ করছেন। গৌরির ৬ বছর বয়সি একটি পুত্রসন্তানও রয়েছে। তবে আমির-গৌরির বিয়ের বিষয়ে কিছু জানা যায়নি।

ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনায়েদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার শুটিং সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।

 

তথ্যসূত্র: বলিউড শাদি ডটকম