উদ্যোক্তা/ই-কমার্স

টেক পসরা নিয়ে ই-কমার্স ‘ইকোবাজার’

কম্পিউটার গ্যাজেট এবং ইলেকট্রনিক্স পণ্যের সমাহার নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ইকোবাজার’। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ই-কমার্স প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ইকোবাজারবিডি ডটকম সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক, ব্লটুথ স্পিকার, মাইক্রোফোন, ট্রায়পডসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য এবং স্টুডিও ইকুইপমেন্ট দেশের যেকোনো প্রান্তে বসে সহজেই কিনতে পারবেন ভোক্তারা। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ক্যাটাগরির শতাধিক পণ্য যুক্ত করা হয়েছে। 

ইকোবাজারের প্রতিষ্ঠাতা সাদিকুর রহমান বলেন, ‘‘বিতর্কিত কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের কারণে দেশের মানুষ যখন অনলাইনে কেনাকাটায় আস্থাহীনতায় ভুগছে, ঠিক তখনই আমরা ইকোবাজার নিয়ে এলাম। এই মুহূর্তে ই-কমার্স ব্যবসা দাঁড় করানো অনেক চ্যালেঞ্জিং। তবে আমরা সেই চ্যালেঞ্জটা নিতে চাই।’’