পরিবেশ

শীত আর বাড়বে না

শীত আর বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, কুমিল্লা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সামান‌্য বৃষ্টি হলেও দেশের কোথাও এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান বলেন, ‘গতকাল রাতে দেশের কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। তবে কিছু দিনের মধ‌্যে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগের দিনের তুলনায় গত রাতে দেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমেছিল। কিন্তু শীতের তীব্রতা আর বাড়বে না।’

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তর–পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় যে লঘুচাপের প্রভাব ছিল, তা কেটে গেছে। এখন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিছু কিছু এলাকায় আকাশে মেঘ আছে। তাপমাত্রা এখন যেমন আছে, আগামী দু-এক দিনে তাতে কোনো পরিবর্তন হবে না।