ফাগুনের মলাট

দ্বিতীয় দিনে শিশুদের পদচারণায় মুখর বইমেলা

প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে বইমেলা। আজ শুক্রবার বইমেলার দ্বিতীয় দিন ছিলো শিশুপ্রহর।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শিশুপ্রহর শুরু হয়। শনিবার সকালে মেলা প্রাঙ্গণে আসা শিশুদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে।

মেলা প্রাঙ্গণে সিসিমপুরের আয়োজনে ‘টুকটুকি’, ‘হালুম’, ‘ইকরি’র সঙ্গে শিশুরা আনন্দে মেতে ওঠে। অভিভাবকরাও সন্তানদের পাশে থেকে এ পরিবেশনা উপভোগ করেন।

মেলায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে শিশুপ্রহরে। এছাড়া বাবা-মায়ের সঙ্গে বই কিনতে দেখা যায় শিশুদের। মেলায় আসা শিশু-কিশোরদের বইয়ের পছন্দের তালিকায় রয়েছে কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, গণিত নিয়ে মজার খেলা ও ছড়ার বইগুলো।

মেলায় আসা একজন অভিভাবক রাইজিংবিডিকে বলেন, শিশুদের জন্য সুন্দর আয়োজন শিশুপ্রহর। এখানে আসলে শিশুরা আনন্দ খুঁজে পায়, বই পড়ার প্রতিও আগ্রহ বাড়ে।

বাংলা একাডেমি জানায়, প্রত্যেক শুক্রবার ও শনিবার সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত শিশুপ্রহর থাকবে। এবারের শিশুপ্রহরের স্থান সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেট সংলগ্ন।