ফাগুনের মলাট

বইমেলায় রাব্বি হোসেনের তৃতীয় উপন্যাস ‘মেহু’

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক রাব্বি হোসেনের তৃতীয় উপন্যাস ‘মেহু’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল, প্রচ্ছদ একেঁছেন শামীম আরেফীন। উপন্যাসটির মূল্য ছাড়সহ দাম ২৫০ টাকা।

এর আগে, রাব্বি হোসেনের দুটো উপন্যাস ‘স্মৃতির রুমাল’ (২০২২) ও ‘নিশিদিন’ (২০২৩) বইমেলায় একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। 

উপন্যাস নিয়ে জানতে চাইলে রাব্বি হোসেন বলেন, ‘মেহু’ একটি সাদাসিধে তরুণীর জীবনের গল্প। উপন্যাসের গল্পে আগমন ঘটেছে বিচিত্র চরিত্রের। প্রতিটি চরিত্রই একেকটি গল্পের কথা বলে। মেহুতে আছে একজন তরুণ-তরুণীর প্রেম-বিষাদ আর আক্ষেপের গল্প। আশা করছি, এটি পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে।