অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কুমার প্রীতীশ বলের কিশোর উপন্যাস সংকলন ‘মুক্তিযুদ্ধের ৪ কিশোর উপন্যাস’।
এখানে স্থান পাওয়া চারটি উপন্যাস হলো-বৃটিশ বিরোধী আন্দোলনের আলোকে বীরপুত্র, ৫২এর ভাষা আন্দোলনের আলোকে কালো টিনের বাক্সের রুমালখানা, ৭১ এর মুক্তযুদ্ধের আলোকে টিটোর স্বাধীনতা এবং ৭৫এর ১৫আগস্ট শহিদ শেখ রাসেলের জীবনের আলোকে আমার বন্ধু রাসেল।
উপন্যাসগুলো এর আগে পৃথক পৃথকভাবে প্রকাশিত হলেও ইত্যাদি প্রকাশন (প্যাভিলিয়ন ১১) থেকে এ বছর এক মলাটে প্রকাশিত হলো।
গত একশ বছরের চারটি বড় ঘটনা-যুব বিদ্রোহ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পনের আগস্টের হত্যাকাণ্ড। এ চারটি ঘটনায় ছিল রক্তাক্ত। এ চারটি কিশোর উপন্যাসে ইতিহাসের চারটি ঘটনা প্রবাহের বিস্তরণ ঘটানো হয়েছে। ইতিহাসের চরিত্রগুলোকে জীবন্ত করে তোলা ছিল প্রধান উদ্দেশ্য। ইতিহাস পাঠ নয়। তাই এখানে ইতিহাসের অনুসন্ধান করা ঠিক হবে না। স্বপ্নকাতর কিশোর-কিশোরী, তরুণ-তরুণীগণ ইতিহাসের সত্য আবিষ্কারে ব্রতী হবে। ভবিষ্যতের মসৃণ পথ নির্মাণে নাকি অতীত ভূমিকা রাখে। এ কারণে এ আয়োজন। উপন্যাস চারটির প্রধান চরিত্র সময়। সময়ের বিবেচনায় চারটি উপন্যাসের মধ্যে একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে। তবে চারটি উপন্যাসই স্বতন্ত্র্য বৈশিষ্ঠ্যমন্ডিত। চারটি উপন্যাসেই অনিবার্য পরিণতি মৃত্যু। অপরিণত বয়সে মৃত্যু। অপ্রত্যাশিত মৃত্যু। মৃত্যুগুলো বেদনাহত করবে। আবার নতুন ভাবনার দিগন্ত উন্মোচিত করবে।