ফাগুনের মলাট

কথাসাহিত্যিক মণীশ রায়ের উপন্যাস ‘তছনছিয়া’

কোভিড সময়ের এক নিদারুন যন্ত্রণার গল্প তছনছিয়া। সায়ন নামের এক কলেজ পড়ুয়া যুবকের মানসিক বিপর্যয় ও করোনা-মহামারির কামড় তথা ব্যক্তি-বিপন্নতা আর নির্দয়-নিষ্ঠুর করোনা-সময় একসঙ্গে হাত ধরাধরি করে এগিয়েছে উপন্যাসটির শুরু থেকে শেষ পর্যন্ত।

মনোচিকিৎসক কামাল আহমেদের হাত ধরে সায়নের আত্ম-আবিষ্কারের ঘটনা এ তছনছিয়া; একে সঙ্গে নিয়ে করোনায় ক্ষত-বিক্ষত অন্য চরিত্রগুলো এগিয়ে গেছে এক বিশেষ পরিণতির দিকে।

তিনশ উনচল্লিশ পৃষ্ঠার উপন্যাসটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশন্স। প্রচ্ছদ এঁকেছেন গোলাম ফারুক স্বপন। দাম ৫৯০ টাকা। উপন্যাসটি বেঙ্গল পাবলিকশন্সের ১৫০,১৫১,১৫২ নম্বর স্টলে পাওয়া যাবে।