ফাগুনের মলাট

বইমেলায় তৌহিদের ‘পর্যায় সারণির সহজ পাঠ’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ঢাকা কলেজে রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদের লেখা বিজ্ঞানধর্মী বই 'পর্যায় সারণির সহজ পাঠ'। বইটি মূলত ইউরোপিয় রসায়নবিদ এবং লেখক এরিক স্কেরি সম্পাদিত 'থার্টি-সেকেন্ড এলিমেন্টস' এর বাংলায় ভাষান্তর।

বইটি সম্পর্কে মোহাম্মদ তৌহিদ বলেন, বাংলাদেশে বিজ্ঞান বই নিতান্তই কম। সেখানে পাঠক তার চেয়েও কম। সেই লক্ষ্যে আমার এই ছোট্ট অবদান। ইংরেজি, স্প্যানিশ ভাষায় বিজ্ঞানচর্চা বেশ জোরালো। বইয়েও সমৃদ্ধ তারা। আমাদের তা নয়। বাংলা বইই মানুষ কম পড়েন। সেখানে ইংরেজি বই কিনে মানুষ পড়বেন? তাই সহজ ভাষায় জনপ্রিয় বিজ্ঞানের বইটি অনুবাদ করেছি।

তিনি বলেন, রসায়নের ভিত্তি পর্যায় সারণি নিয়ে বইটি অনুবাদ করেছি মাত্র। কারণ বই মানুষের ওপর প্রভাবটা বেশি রাখে।

এটি তার রচিত প্রথম গ্রন্থ। বই প্রকাশের অনুভূতি প্রসঙ্গে তৌহিদ বলেন, আজ বইমেলায় ঢু দিয়েছি নতুন এক পরিচয়ে। নিজের হাতে নিজের বই। কী দারুণ অনুভূতি। আনন্দে বোধ হয় মুখ শুকিয়ে গিয়েছিল।

বইটি প্রকাশ করছে ‘প্রান্ত প্রকাশন’। পাওয়া যাবে বইমেলায় ৯৫-৯৬ নং স্টলে। রাজু ভাস্কর্য বরাবর মেলার দ্বিতীয় গেইট দিয়ে প্রবেশ করে সোজা গেলেই পাওয়া যাবে স্টলটি।