বইমেলায় এলো মোহাম্মদ নূরুল হকের প্রবন্ধগ্রন্থ ‘বাক্-স্বাধীনতার সীমারেখা’।
বইটির প্রকাশক প্রতিকথা।প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ । দাম ২৫০ টাকা। বইমেলায় পাওয়া যাবে প্রতিকথার ৩৩০ নম্বর স্টলে।
বইটির ভূমিকায় লেখক বলেছেন, ‘আর দশজন নাগরিকের মতো লেখকও সামাজিক জীব। স্ব-স্ব সমাজ-রাষ্ট্রের প্রতি তার দায়িত্বও কম নয়। তাই সচেতন নাগরিক হিসেবে সমাজে নানা সঙ্গতি-অসঙ্গতি নিয়ে লেখককেও কথা বলতে হয়। আমিও এর ব্যতিক্রম নই। দুই যুগের কিছু বেশি সময় ধরে লিখে চলেছি গল্প-কবিতা-প্রবন্ধ। এই অর্থে নিজেকে লেখক বলে মনে করতে কোনো দোষ দেখি না।’
লেখক আরও বলেছেন, ‘আর এই লেখক মনে করার কারণে সমাজ নিয়েও ভাবতে বাধ্য হই। সেই ভাবনা থেকে গত এক দশকে জাতীয় দৈনিক ও প্রথম শ্রেণির বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে নিবন্ধ লিখেছি। এসব নিবন্ধে যেমন আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেছি, তেমনি ভাষা, সংস্কৃতি, সামাজিক সমস্যা ও রাজনীতি বিষয়েও কথা বলেছি।’