অন্য দুনিয়া

চট্টগ্রামের পুলিশ কমিশনারকে সতর্ক করলেন রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ব্যাপারে চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডলকে সতর্ক করেছেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার।

 

রোববার বিকেলে চট্টগ্রামের রিটার্নিং অফিসার আবদুল বাতেন দাপ্তারিকভাবে চিঠি দিয়ে সিএমপি কমিশনারকে কথায় ও কাজে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

 

পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে সতর্ক করার সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার আবদুল বাতেন রাইজিংবিডিকে জানান, সিএমপি কমিশনারকে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সতর্ক করা হয়েছে। অন্যাথায় তাকে চট্টগ্রাম মহানগরী থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সুপারিশ করা হবে।

 

উল্লেখ্য, সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন থানায় মত বিনিময় সভায় যোগ্য প্রার্থী নির্বাচিত করতে জনগনের প্রতি আহ্বান জানান। সম্প্রতি এক সভায় তিনি নগরবাসীর উদ্দেশে বলেন ‘যোগ্য প্রার্থী নির্বাচিত করুন, না হয় আমাকে আবার ঝাড়– হাতে নামতে হবে’।

 

সিএমপি কমিশনারের এ ধরনের বক্তব্য পক্ষপাতমূলক বলে আখ্যা দিয়ে গত ৩১ মার্চ সিএমপি কমিশনারের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।

 

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডলকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে বলে রিটার্নিং অফিসারের দপ্তর সূত্র নিশ্চিত করেছে।  

রাইজিংবিডি/চট্টগ্রাম/৬ এপ্রিল ২০১৫/রেজাউল/রণজিৎ