অন্য দুনিয়া

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ সড়কের ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (২৫) নামের এক যুবককে আটক করেছে টেকনাফ থানার পুলিশ।

 

সোমবার বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

 

আটক জাহাঙ্গীর আলম উখিয়া উপজেলার বালুখালী এলাকার নুর বাদশার ছেলে।

 

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দাকার জানিয়েছেন, একটি যাত্রীবাহী সিএনজি ট্যাক্সি তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

   

রাইজিংবিডি/কক্সবাজার/২৫ মে ২০১৫/সুজাউদ্দিন রুবেল/রিশিত