অন্য দুনিয়া

খেলার ছলে সাপ মুখে নিয়ে বিপদে শিশু

খেলার ছলে শিশুরা অনেক কিছুই করে। এ সময় তাদের শিশু মনে বিপদের ভয় থাকে না। ফলে অজান্তেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা, যা ভাবলেও গা শিউরে ওঠে!

এমন ঘটনা ঘটেছে ভারতের বরেলির ভোলাপুর গ্রামে। বাড়ির আঙ্গিনায় খেলছিল ১ বছর বয়সি দেবেন্দ্র। হঠাৎ একটি আস্ত সাপের বাচ্চা মুখে পুরে দেয় সে। বিষয়টি লক্ষ্য করে ছুটে আসেন তার মা। দ্রুত তিনি মুখ থেকে সাপের বাচ্চাটি বের করেন। কিন্তু ততক্ষণে মুখের মধ্যেই সাপের বাচ্চাটি মারা যায়।

বিষয়টি নিয়ে দেবেন্দ্রর পরিবার আতঙ্কিত হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ঘটনা শুনে দেবেন্দ্রকে বিষ নিষ্ক্রিয় ইনজেকশন প্রয়োগ করেন। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা করা হয়।

দেবেন্দ্রর বাবা ধর্মপাল বলেন, ‘আমার স্ত্রী দেবেন্দ্রর মুখে কিছু একটা নড়াচড়া করতে দেখে। সে যখন এটি বের করে, ভয়ে চিৎকার দেয়। কারণ সেটি একটা সাপের বাচ্চা ছিল। যদিও বাচ্চাটি তখন মৃত ছিল। তারপরও আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। ফলে দ্রুত কমিউনিটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তারা জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।’

চিকিৎসকের মতে, সাপের বাচ্চাটি খুবই বিষধর ছিল। তবে দেবেন্দ্র এখন বিপদমুক্ত।