অন্য দুনিয়া

আজ সৃজনশীল জীবনযাপন দিবস

আজ ১৪ সেপ্টেম্বর দিনটি সৃজনশীল জীবনযাপন দিবস। সৃজনশীলতা হচ্ছে এমন এক জিনিস যা প্রচলিত ধারণার বাইরে দেখতে শেখায়, ভাবতে শেখায়। প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে সৃজনশীল। আমেরিকান শিল্পী, ডিজাইনার ও লেখক করিটা কেন্ট এর ভাষায়— প্রত্যেকেই সৃজনশীল বা ক্রিয়েটিভ। ক্রিয়েট শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা বা যুক্ত করা। আর আর্ট হচ্ছে ‘খাপ খাওয়ানো’ যা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। নতুন সৃষ্টি করার মধ্যে আনন্দ আছে আর নতুনের সঙ্গে খাপ খাওয়ানোর মধ্যে আছে এগিয়ে যাওয়ার প্রেরণা। 

শুধু শিল্পীই নয় সব মানুষের আছে শিল্পিত চোখ। শিল্পসৃষ্টির অধিকার রয়েছে সবার। এই শিল্পসৃষ্টির মধ্যদিয়েই ভাঙা-গড়া চলছে প্রতিনিয়ত।

ডেজ অব দ্য ইয়ারের তথ্য, ২০১৬ সাল থেকে ১৪ সেপ্টেম্বর দিনটি উদযাপন শুরু হয়। যুক্তরাষ্ট্রের একটি সৃজনশীল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ প্রমোশনাল প্রোডাক্টস’ দিনটি চালু করে।

এই দিবসটি আপনিও পালন করতে পারেন। এই দিনটি জীবনযাপনের ভিন্ন আঙ্গিক ভাবার অনুপ্রেরণা দেয়। আপনিও চেষ্টা করতে পারেন। আপনার চিন্তা, চেতনা, কাজে, কর্মে থাকুক সৃজনশীলতার ছাপ।