মানুষ শখ আর ভালোবাসা থেকে কতকিছুই করে তাই বলে সাপের সঙ্গে জন্মদিন উদযাপন! যুক্তরাষ্ট্রের প্রাণিপ্রেমী জে ব্রিউয়ার সাপের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন। এর নাম দিয়েছেন সাপ পার্টি। উদযাপন শেষে পার্টির ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। তবে শুভেচ্ছা জানাতে ভুল করেননি। কেউ কেউ বলছেন, এটা এযাবৎকালের সবচেয়ে দারুণ পার্টি। আবার কেউ বলছেন, এমন কিছু আগে দেখেননি।
ভিডিওর ক্যাপশনে জে ব্রিউয়ার লিখেছেন, আমার জন্মদিনে সাপ পার্টি করলাম! কারণ আমি সব ধরনের প্রেমকে গুরুত্ব দিতে চাই। আমি দেখাতে চাই, আমার বন্ধুদের অনেকেই দিনটি ভালোভাবে উদযাপন করতে পেরেছে। আমরা একসঙ্গে অনেক মজা করেছি। আজ এই বুড়ো মানুষটির জীবন থেকে আরেকটি বছর হারিয়ে গেলো।’
নেটিজেনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জে ব্রিউয়ার। আবার নেটিজেনরাও জে ব্রিউয়ারের প্রতি শুভকামনা জানিয়েছেন। জর্জ অ্যাগি নামের একজন লিখেছেন, ‘এটা একেবারেই বন্য! আমি কখনো এমন কিছু দেখিনি। শুভ জন্মদিন জে!’
মাইক জেমিসন নামের একজন লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবার মনে হচ্ছে, এটা এযাবৎকালের সবচেয়ে দারুণ পার্টি।’
উল্লেখ্য, প্রাণীর প্রতি ভালোবাসা থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য রেপটাইল জু নামে একটি চিড়িয়াখানাও প্রতিষ্ঠা করেছেন জে ব্রিউয়ার।