সাতসতেরো

আকাঙ্খা 

তুমি আকাশ হলে রঙ্গিন মেঘ হয়ে সাজাবো মনের মাধুরী মিশিয়ে  সমুদ্র হলে নিবিড় আলিঙ্গনে তোমার বুকে ভেসে বেড়াব গাঙচিল হয়ে।  জোছনা হলে নীলাভ আলোয় বিভোর হয়ে সারারাত নিদ্রাহীন কাটাব তুমি পবন হলে আমার বক্ষ বস্ত্রহীন করে ছোঁয়ার সুযোগ করে দিব। 

কপটতায় ফিরিয়ে দিলে চলে যাব তবে অপেক্ষার প্রহর গুনব শেষ নিঃশ্বাস পর্যন্ত   ‘সত্যিই ভালোবাসি’ বললে উড়াব ভালোবাসার লাল-নীল বিজয় কেতন।  তুমি কবর হলে এক মুহূর্ত অপেক্ষা না করে প্রশান্তির হাসি হেসে যাব চিরনিদ্রায় নরকবাসী হলে স্বর্গ ত্যাগ করে নরকের আগুনে দেব ঝাপ হতে অমর সঙ্গী।

অবাস্তব কিছু চাইলে মেঘের বাড়িতে বরফের ঘর বেঁধে দু’জনে সংসার সাজাব দিনে বরফ খণ্ডে চোখ বেঁধে কানামাছি খেলব, রাতে একসঙ্গে জোছনাস্নান!  স্পর্শ চাইলে দশ আঙুলে খামচি করে ধরে ঠোঁটে ঠোঁট রেখে উত্তাপ দেব আমার সাম্রাজ্যহীন রাজ্যে রানী হলে সেবক হয়ে মাতৃত্বের প্রকৃত সুখ দেব।