সাতসতেরো

প্রেমের কবিতা || স্বীকৃতি

আরেকটু সহজ করে চেয়েছি তোমায়  আরো অনেক সহজ ভেবেছি হায়,  ছুঁয়ে দিলে লাজুক লতা যেমন নুয়ে যায় মেয়ে, তেমন করে ভেবেছি তোমায়।  এখন যেমন আছো রয়ে সয়ে  এমন তোমায় ভাবিনি মেয়ে! 

অনেক, অনেক সরল তোমায় ভেবে ভেবেছি, অল্প পেয়ে অনেক দেবে। এমন করে বলবে কথা, এমন কপটতায়  মেয়ে, ভাবিনি তোমায় এমন বিবর্ণতায়;  আরেকটু সহজ করে চেয়েছি তোমায়  আরো অনেক সহজ ভেবেছি হায়। 

জগৎরীতির হাসি হেসে  মিষ্টি কথায় কাছে এসে  বলবে কথা, মনের কথা শুনবো সবি মন খুলে তা; থাকবে সেথায় প্রেমের ছায়া  কথায় কথায় বাড়াবে মায়া।

এখন যেমন আছ রয়ে-সয়ে  এমন তোমায় ভাবিনি মেয়ে;  আরো অনেক সহজ ভেবেছি হায় অনেক কোমল ভেবেছি তোমায় আরেকটু সরল হলে কি বা হয় ক্ষতি?  দিতে তো চেয়েছি সরলতার স্বীকৃতি।