সাতসতেরো

তেলের তেলেসমাতি  

বীজ নিষ্পেষণে তেল পাওয়া যায় আর মাখন মন্থনে মেলে ঘি তেল এক আজব দাওয়াই যার গুণের কাছে হার মানে সবই উদ্ভিজ্জ তেল ভোজনে, তোষামুদি মর্দনে, জোঁকের যৌবন বর্ধনে তেলে ঘোরে কারখানার চাকা, সুস্বাদু হয় তেলের মাছ ভাজা।

বদলে গেছে যুগের হালচাল, তেল দিলে ফল মেলে আজ নয় কাল  সরিষা ছাড়া বানাতে হলে তেল, কুট মাথায় রাখতে হয় চাটুর খেল  তেল দেওয়ার অভ্যাস হয়ে গেলে ওরা চরকা পেলেই মাখে তেল। তোষামুদে তেল মথনে নারী করে ভুল, না নিয়ে  ফুল নেয় কাটা হুল! 

তেলের সঠিক ব্যবহার না জানলে জীবনে পোহাতে হয় সাজা  তেলের সঠিক মর্দনে আনকোরা অকর্মার ঢেঁকিরা হয় রাজা !   তেল নিয়ে হচ্ছে যত তেলেসমাতি চলছে তেলের জয়ধ্বনি  যত্রতত্র তেলের অপব্যবহারই বাঙালি জীবন দূষণের বড় ব্যধি!  

সরকারী অফিসে তেল না করিলে মর্দন, বদলে দিতে হয় ঘুষ তেলের কাছে মার খাচ্ছে মানুষের নীতি আদর্শ বিবেক বুদ্ধি হুঁশ   তেলে খুশি হয় কর্তা বাবু, তেলে খুশি হয় সব শ্রেণীর নেতা আজ তেল ছাড়া কেবল নীতিতে নির্ভর করে যায় না কিছুতে জেতা।

রাজনীতিতে চলে তেলের একেবারেই অন্য রকম খেলা  আখের গোছাতে মন্ত্রী নেতা আমলা কামলায় তেল দিতে হয় মেলা পথভ্রষ্ট করতে নেতাকে তেল মেরে প্রলুব্ধ করে অধীনস্থ, ফল দেশ নষ্ট !  এখানে সবাই  কৈ এর তেলে কৈ ভাজে কৌশলে নিজে কিছু সরিয়ে রাখে তেলবাজ নেতার অঙ্গে মেখে তেল, পরে পাবলিকের মাথায় ভাঙ্গে বেল।

করপোরেটের তোষামোদের তৈল হয় খুব নিখুঁত আর পিছলা চোখে মুখে কথায় নিয়ে তেল, বসের সাথে চলে অন্য রকম খেল হোক যত বিদ্বান প্রতিদ্বন্দ্বী মালিশে না হলে সমকক্ষ, বস হয় না সিক্ত ঘানির বলদের মতো থেকে অনুগত, ভদ্ররা পাক খায় অবিরত।  তেলবাজের অদৃশ্য ধামার তেল বর্ষণে মার  খায় কাজের কাজী চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধিতে ফায়দা লুটে তেলবাজ পাঁজি। 

তেলের ব্যবহার শুধু রাজনীতি, অফিস আদালতেই নয় শেষ   বিশ্ব রাজনীতিতে মোড়লপনা ধরে রাখতে তেলের অবদান অশেষ যুগে যুগে তেলের জন্য ধ্বংস হয়েছে কত শহর, দখল হয়েছে দেশ তেলের জন্য পরাশক্তিরা লুটতরাজ চালায় নিয়ে মানবতার বেশ !

কথার ভাঁজে অদৃশ্য তেল মালিশের কাছে সঠিক মানুষ বড্ড অসহায়। মানুষের তেল মারার অভ্যাসের বিনাশ বিলুপ্ত হবে কি কোন কালে? তেলের ব্যবহার আর তোষামোদি বাঙালির চরিত্রে চিরতরে সাঁটা তেল মর্দনপ্রিয় মানুষ তেলে বেগুনে জ্বলে ওঠে না কভু খেলেও ঝাঁটা। বেশি তেল খাওয়া, ব্যবহার করা, এমনকি তেল মারা নয় ভালো তেল অতি ব্যবহার বন্ধ হয়ে বাঙালির ভগ্ন বিবেকে জ্বলুক আলো!