সাতসতেরো

ঘন জঙ্গল থেকে ভেসে এলো নারীর কান্না, তারপর...

ভারতে তামিলনাড়ুতে পান্দুরাং গওকার নামের এক রাখাল পাহাড়ের ধারে ঘন জঙ্গলে গরু চরাতে গিয়েছিলেন। হঠাৎ শুনতে পান নারীর কান্নার শব্দ। কান্নার শব্দ শুনে কাছে গিয়ে দেখেন শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে ওই নারীকে। তাকে ক্লান্ত, ভীতু আর তৃষ্ণার্ত অবস্থায় দেখে রাখাল জনপদে ফিরে যান। স্থানীয়দের ডেকে এনে ওই নারীকে উর্দ্ধার করেন। 

পুলিশ এসে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে তার শারীরিক অবস্থা উন্নত করার জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর মানসিক চিকিৎসা দেওয়ার জন্য একটি মানসিক হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি মারাঠির খবরে বলা হয়েছে ভারতের জঙ্গল থেকে উর্দ্ধার হওয়া ওই নারীর নাম ললিতা কায়ি। তার বয়স ৫০ বছর। ওই নারীর কাছে যুক্তরাষ্ট্রের পাসপোর্টও আছে আবার তামিলনাড়ুর আঁধার কার্ডও আছে।ললিতা পুলিশকে জানিয়েছে, তিনি তার স্বামী সতীশের সঙ্গে জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন কিন্তু তার সতীশ তাকে ঘন জঙ্গলে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখে পালিয়েছে। হয়তো তার উদ্দেশ্য ছিল ললিতা যেন ক্ষুধা ও তৃষ্ণায় মারা যায়।

ললিতা বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে। ভারতের যোগব্যায়াম শিখতে এসেছিলেন তামিলনাড়ুতে। পুলিশ ধারণা করছে ললিতা তামিলনাড়ুতে তার স্বামীর সঙ্গে থাকতেন না।

ললিতার মুঠোফোন, ট্যাবলেট কম্পিউটার থেকে তথ্য নিয়ে প্রকৃত তথ্য খোঁজার চেষ্টা করছে পুলিশ।