ডেস্ক রিপোর্ট : দেশের ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে এলো এমজিএইচ হেলথকেয়ার লিমিটেড। অসংক্রামক মরণব্যাধী রোগের ওষুধ বাংলাদেশের রোগীদের হাতের নাগালে নিয়ে আসতে যুক্তরাজ্যভিত্তিক অ্যাংলো-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা’র সঙ্গে যুক্ত হয়েছে এমজিএইচ হেলথকেয়ার লিমিটেড। ২৮ মার্চ, রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকাস্থ সুইডিশ ট্রেড অ্যান্ড ইনভেস্ট কাউন্সিল আয়োজিত ‘ড্রাইভিং অ্যাকসেস টু ইনোভেটিভ মেডিসিনস টু ইনপ্রুভ পেশেন্ট আউটকামস ইন বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠানে এমজিএইচ হেলথকেয়ারকে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার একমাত্র পরিবেশক নিয়োগ করা হয়েছে। আলোচনায় উপস্থিত ছিলেন সুইডিশ রাষ্ট্রদূত চারলোটটা স্কালাইটার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন প্রমুখ। এসময় বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্যসেবা সহযোগিতার অপার সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। তবে বনানীর অগ্নিকাণ্ডের কারণে নির্ধারিত আলোচনায় অংশ নিতে পারেননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক| অনুষ্ঠানে অ্যাস্ট্রাজেনেকার কোম্পানি প্রেসিডেন্ট নিতিন কাপুর বলেন, ‘এই অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে আস্ট্রাজেনেকা ও এমজিএইচ হেলথ কেয়ারের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশে দুরারোগ্য রোগের চিকিৎসা সেবায় বৈজ্ঞানিক প্রযুক্তি নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে অ্যাস্ট্রাজেনেকার হাত ধরে বাংলাদেশে প্রচলিত ক্যানসার এবং কার্ডিওভাসকুলার-মেটাবলিক-রেনাল ডিজিজের মতো অসংক্রমিত (এনসিডি) রোগের চিকিৎসায় উদ্ভাবনী সেবা প্রদানের পথ আরো প্রশস্ত হবে। উদ্ভাবনী ও টেকসই চিকিৎসা পাবেন বাংলাদেশের রোগীরা।’ নিতিন কাপুর আরো বলেন, ‘রোগীর আরোগ্যেলাভের জন্য সহযোগিতার ভিত্তিতেই সেবার মান উন্নয়নে অ্যাস্ট্রাজেনেকা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।’ সাম্প্রতিক সময়ে দেশে অসংক্রামিত রোগে মৃত্যুর হার বেশ বেড়েছে। এর মধ্যে কার্ডিওভাসকুলার রোগে ৩০ শতাংশ, ক্যানসারে ১২ শাতংশ এবং দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগে ১০ শতাংশ রোগীর মৃত্যু হচ্ছে। এমজিএইচ গ্রূপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদ বলেন, ‘মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত এগারো বছরে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ৭% প্রবৃদ্ধি হয়েছে- যা বাংলাদেশের মতো তরুণ একটি দেশের জন্য বিরাট দৃষ্টান্ত। আমরা আজ গর্বিত যে আস্ট্রাজেনেকার মাধ্যমে আমরা এই রোগীদের পাশে এসে দাঁড়াতে পেরেছি। আজকের এই অংশীদারিত্বের মাধ্যমে রোগীদের কাছে উচ্চমানের স্বাস্থ্যসেবা নিয়ে হাজির হতে পারছি।’ তিনি বলেন, ‘আমরা উভয় প্রতিষ্ঠান মিলে চিকিৎসকদের সঙ্গে নিয়ে উদ্ভাবনী চিকিৎসা সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। অসংক্রমিত এসব ঘাতক রোগ থেকে চিকিৎসক এবং রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’ আনিস আহমেদ আরো বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা সঠিক ওষুধ ও সেবা নিয়ে বাংলাদেশ রোগীদের সর্বোত্তম যত্নে রাখতে চাই। এজন্য এমজিএইচ হেলথকেয়ার লিমিটেড তার দেশজুড়ে বিস্তৃত বিক্রয় ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার সর্বোচ্চ মানের ওষুধ রোগীদের হাতের নাগালে পৌঁছে দেব।’
রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৯/ফিরোজ