স্বাস্থ্য

আহতদের দেখতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রতিনিধিদল 

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত রোগীদের সর্বশেষ অবস্থা দেখতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে গেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার (৮ জুন) সকাল ১০টার পরে শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে আবাসিক সার্জন ডা. আইউব হোসেন ও ডা. হেদায়েত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পৌঁছান।

পরিদর্শন শেষে ডা. সামন্ত লাল সেন জানান, সীতাকুণ্ডে বিস্ফোরণে মারাত্মকভাবে আহত ৬ জন রোগীকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয়েছে। এদের প্রত্যেকেই চোখে আঘাত পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন শেষে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক দীন মোহাম্মদ নুরুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত ৬৩ জন রোগী কোনো না কোনোভাবে চোখে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে গুরুতর ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়ার প্রয়োজন হবে। একজনের চোখের কর্নিয়া ফেটে গেছে। তাকে দেশের বাইরেও নিতে হতে পারে।

উল্লেখ্য, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।