স্বাস্থ্য

‘শীতে শিশু-বৃদ্ধদের সাবধানে রাখতে হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, শীতের সময় শিশু ও বৃদ্ধদের সাবধানে রাখতে হবে। গত কয়েক দিনে দেশের তাপমাত্রা অনেক কমেছে। এর ফলে দেশে শীতজনিত রোগ কাশি, জ্বর, নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

‘শীতজনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এসব রোগ প্রতিরোধে শিশুদের খুব সাবধানে রাখতে হবে। যতটা পারা যায় সকল বয়সের মানুষকে ঘরে থাকতে হবে। ঘরের বাইরে গেলে যথাযথ পোশাক পরিধান করতে হবে।’ বলেন তিনি।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর সোবাহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশে দারিদ্র্যতার হার অনেক কমেছে। দারিদ্র্যতার হার ৪২ শতাংশ থেকে ১৮ শতাংশে নেমেছে। হতদরিদ্রের সংখ্যা এখন ৬ শতাংশ, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন তা ৩ শতাংশে নামাতে। বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি অনেক মানবিক কাজ করেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফজলুল হক।