স্বাস্থ্য

আয়ানের মৃত্যু: ব্যবস্থা নিতে হাইকোর্টের রায়ের অপেক্ষা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করছি। তদন্ত রিপোর্ট পেয়েছি। তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। আজ এটি নিয়ে শুনানি আছে।’

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে  মন্ত্রী এ কথা বলেন।

আয়ান আহমেদের মৃত্যুর তদন্ত রিপোর্টের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘তদন্ত রিপোর্ট পেয়েছি। তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। আজ এটি নিয়ে শুনানি আছে। যেহেতু বিষয়টি আদালতে রয়েছে তাই এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তাহলে আদালত অবমাননা হয়ে যাবে। তদন্ত রিপোর্ট হয়েছে এবং হাইকোর্ট থেকে কী রায় দেয়, সেটা আমরা দেখি আগে। তারপর ব্যবস্থা।’

অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি করতে তৃণমূলের স্বাস্থ্যসেবায় বিশেষ জোর দিয়েছি। তৃণমূল পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা উন্নতি করাই হবে আমাদের  প্রথম কাজ।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘করোনার নতুন যে ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। তবে এতে প্রাণহানির শঙ্কা কম।’

করোনার নতুন ধরন প্রসঙ্গে সরকারের পরিকল্পনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। কিন্তু এটা থেকে প্রাণহানির শঙ্কা কম। এই ভ্যারিয়েন্টের বিপরীতে আমাদের যে ভ্যাকসিন আছে সেটা কার্যকর এবং এটা দেওয়ার পদক্ষেপ নিয়েছি।’

নিউমোনিয়া নিয়ে এক প্রশ্নের তিনি বলেন, ‘এ সিজনে অন্যান্য বছরের তুলনায় অবশ্যই নিউমোনিয়ার প্রকোপ অনেক বেশি। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলো রোগীতে ভর্তি হয়ে গেছে। আমাদের বাতাসে যে পরিমাণ ধুলাবালি ও ময়লা আছে তা সুখকর নয়।’

তিনি বলেন, ‘আমরা মাস্ক পরতে বলছি। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছি। ফ্রন্ট লাইনে যারা আছেন  তারা  টিকা নিয়ে নেবেন।’