আগামী বছরের শুরুর দিকে ইউরোপে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো। আঞ্চলিক সরকারগুলো চলমান দ্বিতীয় ঢেউ সামাল দিতে ব্যর্থ হলে ইউরোপকে এই সংকটে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।
সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমগুলোকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘প্রথম ঢেউ নিয়ন্ত্রণের পর গ্রীষ্মের মাসগুলোতে তারা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সুযোগ কাজে লাগায়নি। এখন আমরা দ্বিতীয় ঢেউয়ে আছি। তারা যদি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে তাহলে আগামী বছরের শুরুতে আমরা তৃতীয় ঢেউ পাব।’
সম্প্রতি ইউরোপে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। জার্মানি ও ফ্রান্সে শনিবার নতুন করে ৩৩ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। তুরস্কে নতুন করে পাঁচ হাজার ৫৩২ জন আক্রান্ত হয়েছে। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে দৈনন্দিন আক্রান্তের গড় কয়েক হাজার।
ইউরোপের দেশগুলোর সময়ের আগেই করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমালোচনা করে নাবারো বলেছেন, ‘যতক্ষণ আক্রান্তের সংখ্যা না কমছে এবং নিম্মমুখী অব্যাহত থাকছে ততক্ষণ আপনাকে অবশ্যই অপেক্ষা করা উচিত। ইউরোপের প্রতিক্রিয়া ছিল অসম্পূর্ণ।’