আফগানিস্তানের ভাগ্য আফগানদেরই গড়ে নেওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউজে বাইডেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার সাবেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহকে এ কথা বলেছেন।
দীর্ঘ ২০ বছর পর ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়। এই পরিস্থিতিতে দেশটির একাংশ দখলে রাখা তালেবানের অগ্রগতি ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে সরকারি বাহিনীকে।
ওভাল অফিসে গনি ও আব্দুল্লাহর পাশে বসে বাইডেন উভয়কে ‘দুই পুরনো বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন। সেনা প্রত্যাহার হলেও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাইডেন বলেছেন, ‘আফগানরা তাদের নিজেদের ভাগ্য নিজেরাই গড়বে, এটাই তারা চেয়েছিল।’
আফগান প্রেসিডেন্ট গনি বলেন, ‘শুক্রবার আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের কাছ থেকে ছয়টি জেলা পুনরায় দখল করেছে। আমি প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই এবং যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যকার অংশীদারিত্ব নতুন ধাপে প্রবেশ করছে।’