আন্তর্জাতিক

গিনির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে প্রচণ্ড গোলাগুলি

পশ্চিম আফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সকালে রাজধানী কোনাকরিতে সশস্ত্র যান ও সেনাদের বহনকারী গাড়ি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এক সামরিক সূত্র জানিয়েছে, অধিকাংশ মন্ত্রীদের বাড়ি ও প্রেসিডেন্ট প্রাসাদটি কালুম এলাকায় অবস্থিত। এলাকাটির সঙ্গে সংযোগকারী একমাত্র সেতু বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রাসাদের আশেপাশে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে।

সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট আফা কন্ডে অক্ষত আছেন। তবে তিনি এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানাননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নগরীতে প্রচণ্ড গোলাগুলি চলছে এবং সেনাদের বহনকারী গাড়ি প্রাসাদের কাছাকাছি অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের দিকে যাচ্ছে।

বক্সাইট, আকরিক লোহা,  স্বর্ণ ও হীরার খনি থাকলেও গিনি এখনও অনুন্নত দেশ হিসেবেই থেকে গেছে। বরাবরই ইউরোপীয়রা স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপের মাধ্যমে দেশটির প্রাকৃতিক সম্পদের সুবিধা ভোগ করছে।