ভারতের রাজধানী দিল্লির আদালত কক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনায় তিন জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে।
শুক্রবার দিল্লির কুখ্যাত দুষ্কৃতিকারী জিতেন্দ্র গোগিকে উত্তর দিল্লির রোহিনিতে আদালতে আনা হয়েছিল। তাকে হত্যা করতে বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতিকারীরা আইনজীবীদের পোশাক পরে আদালত কক্ষে প্রবেশ করে। দুষ্কৃতিকারীদের হামলায় গোগি নিহত হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় দুজন। ধারণা করা হচ্ছে এরা গোগিকে হত্যা করতে আসা দুষ্কৃতিকারী।
কুখ্যাত দুষ্কৃতী গোগির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ।
রোহিনির ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, ‘আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগির উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।’