আন্তর্জাতিক

অর্থনৈতিক সমস্যা কাটাতে সাহসী পরিকল্পনা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর

কর কমানো, জ্বালানির মূল্য বৃদ্ধি রোধে পদক্ষেপ এবং স্বাস্থ্যসেবায় সবার সুযোগ তৈরি করাসহ অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় সাহসী পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। 

সোমবার কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ট্রাস।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম বক্তৃতায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে ব্রিটেন মারাত্মক এক বৈশ্বিক বাধার মুখোমুখী হয়েছে। কিন্তু আমি নিশ্চিত, একসঙ্গে কাজ করে আমরা এ ঝড় থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা আমাদের অর্থনীতি পুনঃনির্মাণ করতে পারবো এবং আধুনিক দক্ষ ব্রিটেন হয়ে উঠতে পারবো।

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জন‌্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করেন তিনি। এ সংকট মোকাবিলা করতে নিজে সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা করেছেন বলে তিনি জানান।