ইরাকের রাজধানী বাগদাদে একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা একথা জানান।
শনিবার (২৯ অক্টোবর) শহরের পূর্বাঞ্চলের একটি ফুটবল মাঠের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের অনেক ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।
বাগদাদের নিরাপত্তা বাহিনীর কমান্ডার আহমাদ সেলিম এক বিবৃতিতে বলেন, ট্যাঙ্কার বিস্ফোরণে ৯ বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। এটি কোনো সন্ত্রাসী হামলা নয় একটি দুর্ঘটনা মাত্র।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলের পাশের মাঠে ফুটবল খেলছিলেন।
বাগদাদের একটি মেডিকেল সূত্র এএফপিকে জানায়, ওই ঘটনায় মারা যাওয়াদের সংখ্যা ১২ জন।
২০২১ সালের এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেনের বোতল বিস্ফোরণের পরে লাগা আগুনে ৮০ জনের বেশি মানুষের প্রাণহানী ঘটে।
সূত্র: আল-জাজিরা।