আন্তর্জাতিক

ইউক্রেনে লিওপার্ড-২ ট্যাঙ্কের প্রথম চালান পাঠালো জার্মানি

লিওপার্ড-২ ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেনে পাঠিয়েছে জার্মানি। মঙ্গলবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে ইউক্রেনীয় ক্রুদের লিওপার্ড-২ চালানোর প্রশিক্ষণ দিয়েছিল জার্মানি। এরপরই কিয়েভে ১৮টি অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করলো বার্লিন।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, তিনি নিশ্চিত যে যুদ্ধের সম্মুখভাবে ট্যাঙ্কগুলি ‘নির্ধারক অবদান রাখতে পারবে।’

ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে কয়েক মাস ধরে আরও আধুনিক যানবাহন এবং অস্ত্র ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়ে আসছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জার্মানির লিওপার্ড-২ ট্যাঙ্ক অসাধারণ ভূমিকা রাখতে পারে বলে এগুলো সরবরাহের দাবি করে আসছিল ইউক্রেন। প্রথমে অসম্মতি জানালেও জানুয়ারিতে এই ট্যাঙ্ক সরবরাহে রাজী হয়ে জার্মানি।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ট্যাঙ্কগুলো ‘আমাদের ইউক্রেনীয় বন্ধুদেরকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এবং সময়মতো হাতে তুলে দেওয়া হয়েছে।’