আন্তর্জাতিক

টুইটারের নির্বাহী হচ্ছেন লিন্ডা ইয়াকারিনো

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী হিসেবে বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান এনবিসি ইউনিভার্সালের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনোকে নিয়োগ দেওয়া হচ্ছে। শুক্রবার বর্তমান প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

মাস্ক লিখেছেন, ‘টুইটারের নতুন প্রধান নির্বাহী হিসেবে লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত! আমি যখন পণ্যের ডিজাইন এবং নতুন প্রযুক্তির ওপর নজর দেব, লিন্ডা তখন প্রাথমিকভাবে ব্যবসায়িক কর্মকান্ডগুলোর ওপর নজর দেবেন।’

কমকাস্ট কর্পোরেশনের বিনোদন ও মিডিয়া বিভাগের বিজ্ঞাপন ব্যবসাকে আধুনিকীকরণ করেছিলেন লিন্ড। স্থানীয় সময় শুক্রবার সকালে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি লিন্ডার চাকরি ছাড়ার কথা জানায়।

গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কিনে নেন। এরপর থেকে বিজ্ঞাপনদাতারা প্ল্যাটফর্মটি ছেড়ে চলে গেছে। একইসঙ্গে ৮০ শতাংশ কর্মী হারিয়েছে টুইটার।