মিশরীয় পুলিশের ইউনিফর্ম পরা এক বন্দুকধারীর গুলিতে মিশর সীমান্তের কাছে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে মিশরীয় সীমান্তের একটি সামরিক পোস্টে একজন মিশরীয় পুলিশ গুলি করে দুই সেনাকে হত্যা করে। কয়েক ঘণ্টা পর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে সংঘর্ষে মিশরীয় কর্মকর্তা এবং তৃতীয় ইসরায়েলি সেনা নিহত হয়।
তবে মিশরীয় সামরিক বাহিনী জানিয়েছে, মিশরীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য চেকপোস্ট অতিক্রম করে মাদক পাচারকারীদের তাড়া করার সময় ইসরায়েলি বাহিনীর সাথে গুলি বিনিময় করে।
এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর একজন সদস্য...মাদক চোরাকারবারীদের তাড়া করেছে। ধাওয়া চলাকালে নিরাপত্তা এজেন্ট নিরাপত্তা বেড়া (সীমান্ত) অতিক্রম করে’ এবং বন্দুকযুদ্ধ শুরু হয়।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েল ও মিশরের মধ্যে নিতজানা এবং আল-আওজা সীমান্ত ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটেছে। এলাকাটি মিশর ও গাজা উপত্যকার সাথে ইসরায়েলের সীমান্ত যেখানে মিলিত হয়েছে তার ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।