চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রদেশের দক্ষিণে লেশান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় রোববার সকাল ৬টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে।
১৮০ জনেরও বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে সিসিটিভি জানিয়েছে।
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার আগে দুই দিন ধরে লেশান শহরে ভারী বৃষ্টি হয়েছিল।