আন্তর্জাতিক

গ্যাবনে সেনা অভ্যুত্থান

পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনের নির্বাচিত প্রেসিডেন্টকে হটিয়ে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। বুধবার স্থানীয় সময় ভোররাতে টেলিভিশনে সেনাবাহিনীর এক দল সিনিয়র কর্মকর্তা এ ঘোষণা দিয়েছেন।

শনিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচন কমিশন আলি বঙ্গোকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করে। এরপর থেকেই  দেশটিতে তীব্র উত্তেজনা চলছিল। বঙ্গোর পরিবার ৫৬ বছর ধরে দেশটির ক্ষমতা দখল করে আছে। আলি বঙ্গো আরেক মেয়াদ ক্ষমতায় থাকতে চাইলেও দেশটির বিরোধীদল পরিবর্তন চাইছিল।

সেনা কর্মকর্তারা টেলিভিশনে বলেছেন, নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত সীমান্ত বন্ধ থাকবে। 

সেনা কর্মকর্তারা বলেছেন, ‘গ্যাবোনিজ জনগণের নামে... আমরা বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।’

রয়টার্সের একজন প্রতিবেদক বলেছেন, সেনারা টেলিভিশনে উপস্থিত হওয়ার পর রাজধানী লিব্রেভিলে গুলির শব্দ শোনা যায়।