আন্তর্জাতিক

চাঁদে ঘুম পাড়িয়ে রাখা হলো রোভার প্রজ্ঞাকে

দুই সপ্তাহের মিশন সফলভাবে শেষ করার পর চাঁদের দক্ষিণ মেরুতে থাকা রোভার প্রজ্ঞাকে ঘুম পাড়িয়ে রেখেছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক টুইটে ইসরো এ তথ্য জানিয়েছে।

ইসরো জানিয়েছে, রোভার প্রজ্ঞা তার কাজ শেষ করেছে। যে কাজের দায়িত্ব দিয়ে তাকে চাঁদে পাঠানো হয়েছিল, তা শেষ হয়েছে। রোভারটিকে ‘স্লিপ মোড’ রাখা হয়েছে। তবে এর ব্যাটারি চার্জ হচ্ছে এবং এর রিসিভার চালু আছে।

ইসরো বলেছে, ‘আরেকটি অভিযানের জন্য এর সফল জাগরণ আশা করছি! অন্যথা, এটি চিরকাল ভারতের চন্দ্রদূত হিসাবে সেখানে থাকবে।’

২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। এর মাধ্যমে চাঁদে মিশন পরিচালনাকারী যুক্তরাষ্ট্র, চীন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগ দেয় ভারত। ওই দিনই চাঁদের মাটিতে নামে রোভার প্রজ্ঞা। রোভারটি ১০০ মিটার এলাকা ভ্রমণ করেছে। চাঁদে সালফার, লোহা, অক্সিজেন এবং অন্যান্য উপাদানের উপস্থিতি নিশ্চিত করেছে রোভারটি।