আন্তর্জাতিক

নাগারনো-কারাবাখে হামলা চালিয়েছে আজারবাইজান

বিচ্ছিন্ন নাগারনো-কারাবাখ অঞ্চলে মঙ্গলবার সামরিক অভিযান শুরু করেছে আজারবাইজান। শান্তির পূর্বশর্ত হিসাবে বিতর্কিত পার্বত্য অঞ্চল থেকে আর্মেনিয়ার বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে আজারবাইজান।

সাম্প্রতিক মাসগুলোতে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। আর্মেনিয়া আজারবাইজানকে সেনা জড়ো করার জন্য অভিযুক্ত করেছে এবং নাগারনো-কারাবাখের সাথে তার একমাত্র স্থল সংযোগ অবরোধের ঘোষণা দিয়েছে।

বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি স্টেপানাকার্টের একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপির সাংবাদিককে বলেছেন, শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ আজারবাইজান জানিয়েছে তারা ‘সম্মুখ সারিতে এবং অভ্যন্তরে উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করছে।’

বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এ অঞ্চলে স্থানীয়ভাবে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেসামরিক লোকদের চলে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য ‘মানবিক করিডোর এবং অভ্যর্থনা পয়েন্ট’ খুলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পুনর্ব্যক্ত করছি যে বেসামরিক জনসংখ্যা এবং বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্য নয়।’

কারাবাখ নিয়ে কয়েক দশক ধরে আজারবাইজান ও আর্মেনিয়া বিবাদে লিপ্ত রয়েছে। ১৯৯০ এবং ২০২০ সালে দুই দেশের মধ্যে বড় আকারের যুদ্ধ হয়েছিল।